শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

হাটহাজারীতে বেপরোয়া কারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১০ মে ২০২৩, ১০:০৯
হাটহাজারীতে বেপরোয়া কারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
হাটহাজারীতে বেপরোয়া কারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

হাটহাজারীতে বেপরোয়া একটা কারের ধাক্কায় প্রাণ গেল মোঃ হেলাল উদ্দিন(৪৮) নামে এক পথচারীর।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জাফর আলী হাজির বাড়ির দুদুমিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মির্জাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজ আদায় শেষে সরকারহাট বাজার থেকে বাজার করে বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্য রাস্তার পূর্ব পাশে দাড়িয়ে ছিলেন। হঠাৎ উত্তর দিক থেকে আসা অজ্ঞাত বেপরোয়া একটি কার স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। কারের ধাক্কায় সড়কে সিটকে গুরুতর আহত হয় সে। ঘটনাস্থলেই একটি পা বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাটহাজারীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় চমেক রেফার করে কর্তব্যরত চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে মারা যায় গুরুতর আহত হেলাল।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে