নওগাঁর নিয়ামতপুর উপজেলার শালবাড়ি এলাকায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কুলসুম বিবি (৪০) নামের এক জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলা সদরে কেনাকাটা সেরে ছেলে মানজির হোসেনের মোটরসাইকেলে বাড়ি ফিরে যাচ্ছিলেন কুলসুম বিবি।
পথে ঘটনাস্থলে এলে বটতলী চারমাথা মোড়ের দিক থেকে আসা ট্রাক দেখে মোটরসাইকেলে ব্রেক করলে বৃষ্টিতে রাস্তা ভেজা থাকায় মোটরসাইকেলের চাকা স্লিপ করলে ছিটকে পড়েন ওই মহিলা। ট্রাকের চাকায় পিষ্ট হলে তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাৎক্ষণিক ইসিজি করানো হয়। ইসিজি শেষে তাকে মৃত ঘোষণা করেন মেডিকেল অফিসার সারমিন সুলতানা মুন।
যাযাদি/ এস