বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় লরি চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০৮ এপ্রিল ২০২৫, ১৭:২০
ব্রাহ্মণবাড়িয়ায় লরি চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
ছবি: যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ায় লরি চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নজরদৌলত গ্রামের আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া-(২৩) ও জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের ইদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম-(২৫)।

আহতরা হলেন, সিএনজি চালক মিজানুর রহমান- (২০), সাইফুল ইসলাম-(২২), রিয়াজুল ইসলাম-(২১) ও খোকন মিয়া-(২২)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শহরের পৈরতলা থেকে একটি সিএনজিচালিত অটোরিকসা যোগে চালকসহ ৬জন সদর উপজেলার চিনাইর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) যাওয়ার পথে রামরাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লরি অটোরিকসাটিকে চাপা দেয়। এ ঘটনায় চালকসহ ৬জন আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক দু’জনকে মৃত ঘোষনা করেন। তিনি আরো বলেন, লরিটিকে আটক করা যায়নি। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে