পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বেলাল হোসেন (৬০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
বুধবার(৯ এপ্রিল) বিকাল ৩ টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেল পথের ভাঙ্গুড়া পৌর সদরে বড়াল ব্রিজ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন বড়াল ব্রিজ রেল স্টেশনের বুকিং সহকারী মো. শফিউল আলম মুন্সী।
নিহত বেলাল উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহনগর ভিটাপাড়া গ্রামের মৃত আঃ ছামাদের ছেলে। পেশায় তিনি দিনমজুর শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,বুধবার দুপুর প্রায় ৩টার দিকে খুলনা থেকে ঢাকাগামী ৭৬৩নং আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন বড়াল ব্রিজ স্টেশনে বিরতি দেয়। পুনরায় ট্রেনটি গন্তব্য স্থানের দিকে প্ল্যাটফর্ম অতিক্রম কালে নিহত বেলাল হোসেন ট্রেনের পিছনের বগির নিচে ঝাঁপ দেন।ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে থাকা ভাঙ্গুড়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রাজ্জাক বলেন,ঘটনা স্থলটি বাংলাদেশ রেলপথের আওতাধীন হওয়ায় সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে,সে বেশকিছু হলো মানসিক রোগে ভুগছিলেন