দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী কোচের ধাক্কায় মো. মোস্তফা (৬০) নামে এক অটোচালক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার মো. মসলেম উদ্দিন জানান, বিকেলে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী কোচ বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ব্যাটারীচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হন অটো চালাক মো. মোস্তফা।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক গাড়ির কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।