বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
দুমড়ে মুচড়ে গেল ট্রাক, চালকের সহকারী গুরুতর আহত

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে বালুবাহী ট্রাকের ধাক্কা

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ২৭ মে ২০২৫, ১২:৪১
আপডেট  : ২৭ মে ২০২৫, ১২:৫৩
নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে বালুবাহী ট্রাকের ধাক্কা
দুমড়ে মুচরে যাওয়া ট্রাক। ছবি: যায়যায়দিন

নোয়াখালী জেলা শহর মাইজদীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা লেগে বালুবাহী একটি ট্রাক দুমড়ে মুচড়ে গেছে।

এ সময় ট্রাক চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন।

1

মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে শহরের জেলা জামে মসজিদ মোড়ে মাইজদী- চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আহত ট্রাক চালকের সহকারী নাইম উদ্দিন(২৫) জেলার সোনাইমুড়ি উপজেলার বিজয় নগর গ্রামের মোঃ আজাদের ছেলে।

তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার এস আই শেখ কামাল জানিয়েছেন, ভোর পৌন ৫টার দিকে জেলা জামে মসজিদ মোড়ে ওভার ব্রিজের পাশ্চিম পাশে মাইজদী- চৌমুহনী সড়কে এ.আর.জে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান পণ্য নামানোর জন্য দাঁড়ানো ছিল।

এ সময় দ্রুতগতির বালুবাহী একটি ট্র্রাক এসে কাভার্ড ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। মুহুর্তের মধ্যে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালকের সহকারী নাইমকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

তার বাম হাত ও বাম পা ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসার পর স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে