মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

৩ কোম্পানির নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ

যাযাদি ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৮
৩ কোম্পানির নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ
৩ কোম্পানির নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩টি কোম্পানি ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত অর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা ও ন্যাশনাল টি কোম্পানি।

তথ্য মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ওরিয়ন ইনফিউশন ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ, ওরিয়ন ফার্মা ১০ শতাংশ নগদ এবং ন্যাশনাল টি কোম্পানি ৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে