শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

নগদ লভ্যাংশ পাঠিয়েছে একমি ল্যাবরেটরিজ

যাযাদি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৪, ১৩:৪৫
নগদ লভ্যাংশ পাঠিয়েছে একমি ল্যাবরেটরিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে ৩৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ৯৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১০ টাকা ৯ পয়সায়।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৩ টাকা ২০ পয়সায়। কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে