শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

​ গোল করলেন রোনালদো, ম্যান ইউর জয়ের নায়ক ডি গিয়া

যাযাদি ডেস্ক
  ২০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩
​  গোল করলেন রোনালদো, ম্যান ইউর জয়ের নায়ক ডি গিয়া
​ গোল করলেন রোনালদো, ম্যান ইউর জয়ের নায়ক ডি গিয়া

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডকে নিশ্চিত ড্র থেকে বাঁচিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জেসে লিঙ্গার্ড। তবে এ ম্যাচে জয়ের নায়ক ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডি গিয়া। খেলার অতিরিক্ত সময়ের চার মিনিটে পেনাল্টি পায় ওয়েস্টহ্যাম। এ সময় দুর্দান্ত সেভ করে ট্র্যাজিক হিরো হয়ে ওঠেন ইউনাইটেডের গোলরক্ষক। তারপরেই বেজে ওঠে খেলার শেষ বাঁশি।

রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ওয়েস্টহ্যামের বিপক্ষে খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এ ম্যাচটিতে প্রথমে গোল হজম করেও পরবর্তীতে দুটি গোল করে জয় নিয়ে মাঠ ছাড়তে সমর্থ হয় রেডরা। ম্যাচের ৩০ মিনিটের সময় ওয়েস্টহ্যামের সাইদ বেনরাহমা গোল করে দলকে প্রথমে ১-০ গোলে এগিয়ে নেন। পাঁচ মিনিট বাদেই গোল শোধ করেন রোনালদো ( ১-১)। এরপর ম্যাচের ৮৯ মিনিটের সময় লিঙ্গার্ড গোল করে দলকে ২-১ গোলে দুর্দান্ত এক জয় এনে দেন। এ জয়ে রোনালদোর দল পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে।

এই ম্যাচটিতে গোল করার মাধ্যমে ম্যানইউর হয়ে ফেরার পর তিনটি ম্যাচ খেলে চারটি গোল করেছেন রোনালদো। জয়ের স্বাদ পেয়েছেন দুটি ম্যাচে। ম্যানইউর হয়ে নিউক্যাসলের বিপক্ষে প্রথম ম্যাচেই জোড়া গোল করেন তিনি। এরপর চ্যাম্পিয়ন্স লিগে ইয়ং বয়েজের বিপক্ষে খেলেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। এই ম্যাচটিতে রোনালদো গোল করলেও তার দল জয় নিয়ে মাঠ ছাড়তে সমর্থ হয়নি।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে