শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
কলম্বোয় দ্বিতীয় ওয়ানডে

বাংলাদেশ কি আজ সমতায় ফিরবে?

ক্রীড়া ডেস্ক
  ০৫ জুলাই ২০২৫, ১০:৫০
বাংলাদেশ কি আজ সমতায় ফিরবে?
লগো। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচে ২৪৫ রান তাড়া করতে নেমে ১ উইকেটে ১০০ রান তুলে নেওয়ার পরও শেষ পর্যন্ত ৭৭ রানে হেরেছে বাংলাদেশ! মাত্র ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে লজ্জাজনক পরাজয়ের মুখে পড়ে মেহেদী হাসান মিরাজের দল। সেই ট্রমা কাটিয়ে আজ শনিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখী হচ্ছে দুই দল। এই ম্যাচে জিতে কি সমতায় ফিরতে পারবে বাংলাদেশ?

শ্রীলংকার দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের কাছে নাকাল হতে হয় বাংলাদেশ দলকে। দুজন মিলে নেন ৭ উইকেট। আজ শ্রীলংকাকে হারাতে হলে লংকান স্পিনারদের সামলানোর কৌশল খুঁজে পেতে হবে ফিল সিমন্সের শিষ্যদের।

প্রথম ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ হারায় বাংলাদেশ। জয়ের পথে দেয়াল হয়ে দাঁড়ান হাসারাঙ্গারা। তাতে অবশ্য আশা হারাচ্ছেন না প্রথম ম্যাচে ৬১ বলে ৬২ রানের ঝলমলে ইনিংস খেলা তানজিদ হাসান তামিম।

তিনি আশা করেন, স্বপ্ন দেখেন সিরিজে ফেরার। ক্যারিয়ারে শ্লথগতির সূচনার পর ক্রমেই উন্নতি করা এ বামহাতি ব্যাটার বলেন, ‘সিরিজে এখনো আমাদের ফিরে আসার সুযোগ আছে। তিন ম্যাচের সিরিজ, এক ম্যাচ হয়েছে। পরের ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি ফিরে আসতে পারি, আমরা সিরিজে ভালোভাবেই থাকব।’

তিনি অবশ্য মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন না। শ্রীলংকায় বাংলাদেশের রেকর্ড খুব বেশি উজ্জ্বল না হলেও ফেরার ইতিহাস রয়েছে। ১৯৮৬ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত শ্রীলংকার মাঠে ২৫টি ওয়ানডে ম্যাচ খেলে মাত্র দুটি জিততে পেরেছে বাংলাদেশ।

২০১৩ সালে পাল্লেকেলেতে ৩ উইকেটে ও ২০১৭ সালে ডাম্বুলায় ৯০ রানে জিতেছে টাইগাররা। কাকতালীয়ভাবে একটি করে ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় ওই দুটি সিরিজই ১-১-এ ড্র হয়। এর আগে ও পরে জুটেছে ২১টি হার।

২০১৩ সালে হাম্বানটোটায় প্রথম ম্যাচ শ্রীলংকা জিতে নেয়ার পর একই মাঠে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। পাল্লেকেলেতে শেষ ম্যাচটি জিতে সিরিজ ড্র করার কৃতিত্ব দেখায় বাংলাদেশ। ২০১৭ সালে ঘটে উল্টোটা। ডাম্বুলায় প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে নেয়ার পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। এরপর কলম্বোয় তৃতীয় ম্যাচটি লংকানরা জিতে নিয়ে সিরিজ ড্র করে।

সিরিজে ফিরতে হলে ব্যাটিংয়ে উন্নতির বিকল্প নেই। তাই ঘুরেফিরে আসছে প্রথম ম্যাচের ব্যাটিং বিপর্যয়ের গল্প। এ নিয়ে তানজিদ বলেছেন, ‘আমরা ভালো একটা পার্টনারশিপ গড়ছিলাম।

কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তখন তারা দুর্দান্ত ক্যাচ নিল, এরপর রানআউটও করল। এ দুটো ঘটনাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। আমরা আরো ৩০-৪০ রান বেশি করে দিতে পারলে ম্যাচটা আরো সহজ হতো।’

প্রেমাদাসার উইকেটে রান করতে চাইলে কী করতে হবে? এমন প্রশ্নের জবাবে তানজিদ বলেন, ‘এ উইকেটে যারা সেট হবে তাদের অনেক লম্বা ইনিংস খেলতে হবে।

আমাদের একটাই বার্তা থাকবে সামনের ম্যাচে ব্যাটসম্যানের জন্য। নতুন ব্যাটসম্যান যারা উইকেটে যায় তাদের একটু সময় নিয়ে ব্যাটিং করা এবং যারা সেট থাকবে, তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে।’

হোম ও অ্যাওয়ে মিলে ওয়ানডেতে ৫৮ ম্যাচের মুখোমুখিতে লংকানরা ৪৪টিতে জিতেছে, বাংলাদেশ জিতেছে ১২টি। এটা দুই দলের একাদশতম সিরিজ। শ্রীলংকা ছয়টি ও বাংলাদেশ দুটি সিরিজে জিতেছে, বাকি দুটি সিরিজ ড্র হয়। শ্রীলংকায় কখনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।

দ্বীপ দেশে ছয়টি সিরিজ খেলে চারটিতেই হেরে যায় টাইগাররা, ড্র হয় বাকি দুটি। শ্রীলংকায় প্রথমবারের মতো সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে চাইলে আজ জিততেই হবে। এ ম্যাচটি বাংলাদেশ জিতলেই জমে উঠবে সিরিজ। তখন মঙ্গলবার পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে