শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

২৪ বছর পর পাকিস্তান সফর, ‘অন্যরকম’ বার্তা ফিঞ্চের

যাযাদি ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৯

করাচি, রাওয়ালপিন্ডি লাহোরে টেস্ট, ওয়ানডে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া দল শুক্রবার সফরের চূড়ান্ত সময়সূচী ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ১৯৯৮ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে অজিরা দীর্ঘ দিন ক্রিকেট থেকে ব্রাত্য থাকা পাকিস্তানে অস্ট্রেলিয়া যাওয়া মানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে পাকিস্তানের আরও একধাপ এগিয়ে যাওয়া

গতকাল ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি ক্রিকেটারদের ধন্যবাদ দিয়ে বলেছিলেন, ' সফরের পরিকল্পনায় সহযোগিতা করার জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন, খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ নিরাপত্তা বিশেষজ্ঞদের ধন্যবাদ দিতে চাই'

এদিকে অস্ট্রলিয়ার রঙ্গিন পোশাকের অধিনায়ক অ্যারন ফিঞ্চের তো এই সফর করতে আর অপেক্ষা করতে পারছেন না 'স্পোর্টসস্টার'কে দেওয়া সাক্ষাতকারে ফিঞ্চ বলেছেন, 'একজন ক্রিকেটার হিসেবে পাকিস্তান সফরে যেতে আমার তর সইছে না এটা বিশ্বের একটি অংশ, যেখানে লম্বা সময়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল যদিও পাকিস্তান খুব সমৃদ্ধ ক্রিকেট খেলুড়ে দেশ ক্রিকেট খেলাটা যাতে বিশ্বের সকল প্রান্তে ছড়িয়ে যায়, এজন্য আমাদের সবকিছু করা উচিত'

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে