স্বাগতিক জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজও টাইগাররা শুরু করেছে হার দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। হারারেতে ৩০৩ রান করেও হারতে হলো তামিমদের। বড় লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়েকে জিতিয়ে মাঠ ছেড়েছেন সিকান্দার রাজা।
ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন রাজা। ৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নামার আগে সতীর্থদের সঙ্গে কী কথা হয়েছিল তা তুলে ধরেছেন রাজা, ‘ড্রেসিংরুমে আমি সবাইকে বলেছিলাম, সবাই মিলে যুদ্ধ করতে হবে। ইনশাল্লাহ, তিন ওভার হাতে রেখেই জিতব আমরা। তবে যেকোনো কিছুই ঘটতে পারে, আমাদের পরিকল্পনা আছে। ’
১০৯ বলে ৬ ছক্কা ও ৮ চারে অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলেছেন রাজা, হয়েছেন ম্যাচসেরা। দল হারলে তাঁর সেঞ্চুরির কোনো মূল্য থাকত না বলে মনে করেন রাজা, ‘দলের জন্য যা দরকার ছিল তা করতে পেরে ভালো লাগছে। আমার সেঞ্চুরির পরও যদি দল হারত, তাহলে সেই সেঞ্চুরির কোনো দাম থাকত না। খেলা জিতিয়ে মাঠ ছাড়তে পেরেছি, এ জন্য খুবই ভালো লাগছে। ’
শুধু রাজাই নন, গতকাল জিম্বাবুয়ের হয়ে শতক হাঁকিয়েছেন ইন্নোসেন্ট কাইয়াও। ১২২ বলে ১১০ রানের ইনিংস খেলেন তিনি। তাঁদের কল্যাণেই ১০ বল হাতে রেখে প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে জিম্বাবুয়ে।
যাযাদি/ এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd