রিয়াল মাদ্রিদ থেকে মঙ্গলবার আনুষ্ঠানিক বিদায় নেওয়ার কয়েক ঘণ্টা পরেই আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন করিম বেঞ্জামা। তিন বছরের চুক্তিতে ফরাশি ফরোয়ার্ডকে প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো বেতন দেবে সৌদি ক্লাবটি।
নতুন ক্লাবে যোগ দিয়ে সৌদি প্রো-লিগের প্রশংসা করেন বেঞ্জামা। এটা অনেক ভালো একটা লিগ। বন্ধু ক্রিশ্চিয়ানো রোনালদো এখানে যোগ দিয়েছে। তাতে এটাই প্রমাণ হয়, সৌদি আরব ওপরের ধাপে উন্নীত হচ্ছে।
৩৫ বছরের এই ফরাশি তারকা আরও বলেন, সৌদি আরবে জিততে এসেছেন। যেমনটা ইউরোপে করেছেন। দুই ইংলিশ ক্লাব উলভস ও টটেনহামের সাবেক কোচ নুনো এসপিরিতো সান্তোর অধীনে আল ইত্তিহাদ এবারের সৌদি লিগ চ্যাম্পিয়ন দল।
এর আগে রিয়াল তাদের ট্রেনিং গ্রাউন্ডে আনুষ্ঠানিক বিদায় জানায় বেঞ্জামাকে। ফরাশি ফরোয়ার্ড তার বিদায়ী ভাষণে জানান, রিয়ালেই ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছে ছিলো তার। কিন্তু জীবন অনেক সময় অন্য সুযোগও এনে দেয়। তাই ছেড়ে যেতে হচ্ছে ক্লাবকে। রিয়ালে ২০০৯ সালে যোগ দেওয়ার পর ১৪ বছরে ৬৪৭ ম্যাচ খেলে ৩৫৩টি গোল করেছেন বেঞ্জামা। অ্যাসিস্ট ১৬৫টি। ট্রফি জিতেছেন ২৫টি। মাদ্রিদ ক্লাবটিতে রোনালদোর পর বেঞ্জামাই দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
যাযাদি/ এসএম