বিশ্ব ক্রিকেটে নতুন ধারা সৃষ্টির চেষ্টা করছে পাকিস্তান। এশিয়া কাপের খেলায় তারা এই নতুন ধারা শুরু করেছে। সবাই যখন খেলার দিন একাদশের নাম ঘোষণা করে সেখানে পাকিস্তান একদিন আগেই তাদের একাদশের নাম ঘোষণা করা হয়। পাকিস্তান তাদের প্রথম খেলায় অংশ নেয় নেপালের বিপক্ষে। সে খেলার আগের দিন একদশ ঘোষণা করা হয়। অন্যদিকে ভারতের বিপক্ষেও এই ধারা অব্যাহত রাখে। এবার বাংলাদেশের বিপক্ষেও একাই কাজ করে পাকিস্তান।
এশিয়া কাপে যেন নতুন পাকিস্তানকে দেখছে ক্রিকেট বিশ্ব। ওয়ানডে ক্রিকেটে ম্যাচের একদিন আগে নিজেদের একাদশ ঘোষণা করে রীতিমত সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে বাবর আজমরা। নেপাল থেকে ধরে ভারত ম্যাচ সবকটিতেই আগে একাদশ প্রকাশ করেছিল পিসিবি। সেই ধারাবাহিকতায় সুপার ফোরের প্রথম ম্যাচেও একই পথে হাঁটল পাকিস্তান।
আগামীকাল লাহোরে সুপার ফোরে প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচকে সামনে রেখে একাদশ প্রকাশ করেছে ম্যান ইন গ্রিনরা।
আগের ম্যাচে থেকে এক পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। একাদশ থেকে বাদ পড়েছেন স্পিনার মোহাম্মদ নওয়াজ। তার পরিবর্তে একদাশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।
পাকিস্তান একাদশ-
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
যাযাদি/ এস