রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

যাযাদি ডেস্ক
  ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৭

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের ভারত। রোববার (১০ সেপ্টেম্বর) টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

গ্রæপপর্বের ম্যাচের মতোই এবারেও ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর আগের দিন একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামেছে পাকিস্তান।

অন্যদিকে, নেপালের বিপক্ষে সুযোগ পেলেও এই ম্যাচে দল থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ শামি। তার জায়গায় একাদশে এসেছেন সন্তানের জন্ম উপলক্ষে ছুটিতে থাকা যসপ্রীত বুমরাহ ।

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, শার্দুল ঠাকুর, যসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

পাকিস্তানের একাদশ

ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে