শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

যাযাদি ডেস্ক
  ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৮

এশিয়া কাপের সুপার ফোরে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-ভারত। ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে ভারত।

সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। হাইভোল্টেজ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। পাকিস্তানকে পাত্তা না দিয়ে ২২৮ রানের বিশাল জয় তুলে নেয় তারা। রিজার্ভ ডে মিলিয়ে টানা দুদিনের ধকল নিয়ে আজ আবার মাঠে নেমেছে ভারত।

সুপার ফোরে এক ম্যাচ শেষে উভয় দলের পয়েন্ট দুই। কিন্তু, পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোয় নেট রানরেটে এগিয়ে আছে ভারত। ভারতের রানরেট ৪.৫৬০ এবং শ্রীলঙ্কার ০.৪২০। আজ জিতলে ভারতের ফাইনাল একপ্রকার নিশ্চিত। শ্রীলঙ্কার ক্ষেত্রেও সমীকরণ একই।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইষান কিষান, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা একাদশ

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রম, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে