তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান অধিনায়ক লকি ফার্গুসন।
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন।দলে নেই পেসার তানজিম হাসান সাকিব ও উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। সাকিবের হালকা চোট আছে বলে আগের রাতে জানা গিয়েছিল। এদিকে আজ ওয়ানডেতে অভিষেক হচ্ছে পেসার খালেদ আহমেদের। এছাড়া হাসান মাহমুদও ফিরেছেন একাদশে।নিউজিল্যান্ড দল নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম বøান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।
যাযাদি/ এসএম