শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণে উড়ে গেল বাড়ির টিন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  ০৯ মে ২০২৫, ১৯:৩৭
নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণে উড়ে গেল বাড়ির টিন
ছবি: যায়যায়দিন

নওগাঁর নিয়ামতপুরে ৪-৫ টি ককটেল একসাথে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কাঁচা দোতলা বাড়ির টিন উড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে দশটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, চৌরা সমাসপুর এলাকায় মৃত নাসির উদ্দীনের স্ত্রী লাইলী বেগমের মাটির বাড়ির দোতলায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়ে ওই গ্রামের প্রতিবেশীরা। ককটেল বিস্ফোরণের পর থেকে নাসিরের স্ত্রী লায়লা বেগম আত্মগোপনে রয়েছেন।

ওই এলাকার তাহেরুল ইসলাম, মোহাম্মদ নাঈম, আসলামুল বলেন, কিভাবে ৪-৫ টি ককটেলের বিস্ফোরণ ঘটলো তা নিয়ে আতঙ্কিত তাঁরা। এতে টিনের চালা উড়ে গেছে। কে বা কাহারা ককটেল নিয়ে এসেছে তা নিয়ে তৈরি হয়েছে ধূম্যজাল।

তবে নাম না প্রকাশ করার শর্তে এক ব্যক্তি বলেন, ওই বাড়িতে জেলে থাকা ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন বাবরের ভাই আকতার হোসেন ও তার সাঙ্গপাঙ্গ কয়েকদিন থেকে যাতায়াত করছিলেন। তার গতিবিধিও সন্দেহজনক। তিনি আরও বলেন, ওই বাড়ির মহিলা লাইলী বেগম একজন বৃদ্ধ এবং আকতারের সম্পর্কে চাচী। সে জানে ওখানে কারা ককটেল রেখেছে। তিনি এ ঘটনায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ এজাহার দিলে মামলা দায়ের করা হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে