সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচে থাকবে না দর্শক

ক্রীড়া ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭

ভারত বিশ্বকাপে পাকিস্তানের বিপত্তির শেষ নেই। ভিসা পাওয়া নিয়ে জটিলতার মধ্যে পড়েছিলেন বাবর আজমরা। অবশেষে ভারতে রওনা হওয়ার ৪৮ ঘণ্টা আগে তাদের ভিসা দেওয়ার খবর এলো। এবার জানা গেল, নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচে স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে দেওয়া হবে না।

আগামী ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ওই দিন ধর্মীয় উৎসব থাকার কারণে জনসমাগম বাড়বে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বলছে, ওই উৎসবের কারণে স্টেডিয়ামে নিরাপত্তা বিঘিœত হতে পারে। বিসিসিআই বিবৃতিতে আরও বলেছে, ‘ম্যাচটি ওই দিনের উৎসবের সঙ্গে সাংঘর্ষিক। শহরজুড়ে অনেক জনসমাগম হবে।’

আর এই কারণে স্টেডিয়ামের ভেতরে দর্শক ঢুকতে দেওয়া হবে না। স্থানীয় নিরাপত্তা সংস্থার পরামর্শ মেনে ম্যাচটি হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। ম্যাচটির জন্য যারা টিকিট কিনেছেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে। পাকিস্তান তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৩ অক্টোবর একই ভেন্যুতে হবে ম্যাচটি। ৬ অক্টোবর নেদারল্যান্ডসকে দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাবর আজমরা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে