সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও নেই সাকিব!

ক্রীড়া প্রতিবেদক
  ০১ অক্টোবর ২০২৩, ১০:৩৯

অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালির চোটে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে ছিটকে যেতে হয়েছিল শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ থেকে। খুব একটা গুরুতর না হলেও সেই চোট তাকে চোখ রাঙানি দিচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে না খেলার।

বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সোমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাকিবের সেই ম্যাচে খেলা নিয়ে জেগেছে অনিশ্চয়তা। সতর্কতার অংশ হিসেবে আসামের তীব্র গরমে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও সাকিবকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। গত কয়েক মাস খেলার মধ্যে থাকায় প্রস্তুতি ম্যাচ না খেললেও মূল ম্যাচে সমস্যা হবে না বলে মনে হচ্ছে তাদের।

গুঞ্জন উঠেছিল, ৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সাকিবকে ছাড়াই বাংলাদেশকে খেলতে হবে। তবে এবার স্বস্তির খবর দিয়েছেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপেরযাত্রা শুরু হবে বাংলাদেশের। সেই ম্যাচ থেকেই মাঠে নামবেন সাকিব আল হাসান।

২ অক্টোবর গৌহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শান্তই অধিনায়কত্ব করতে পারেন। ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের পরিকল্পনায় বিশ্রাম পাওয়ার তালিকায় আছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমানকে তাই ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতে খেলতে দেখা যাবে।

এদিকে সাকিবের পরিবর্তে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশেকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দেশসেরা এই অলরাউন্ডারকে ছাড়াই লংকানদের উড়িয়ে দেয় টাইগাররা। শ্রীলংকার দেওয়া ২৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাত উইকেট ও ৪৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে