দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আর মাত্র তিন দিন পর শুরু হচ্ছে মাঠের লড়াই। এর আগে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান।
ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য এক আয়োজন রেখেছে বিসিসিআই। বিশ্বকাপের উদ্বোধনী বিভিন্ন পরিবেশনায় থাকবেন বেশ কয়েকজন বলিউড অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকা। যার মধ্যে থাকবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং।
এছাড়াও বলিউড তারকা রণবীর সিং ও তামান্না ভাটিয়াকে দেখা যাবে জমকালো এই আয়োজনে। বিশ্বকাপের থিম সংয়ে নজর কাড়া রণবীর মাতাবেন উদ্বোধনী অনুষ্ঠানও।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ঐতিহ্য তুলে ধরবেন বলিউড তারকারা। সেই সঙ্গে উপস্থিত থাকবেন ১০ দেশের অধিনায়করা। এছাড়াও বিসিসিআই ও আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরব উপস্থিতি দেখা যাবে।
অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। একই মাঠে পরের দিন মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ওই ম্যাচের টিকিট দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন দর্শকরা।
এদিকে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বিশ্বকাপের বাকি ৯ দলের বিপক্ষে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
যাযাদি/ এসএম