শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের দেখা পেলো চেলসি

যাযাদি ডেস্ক
  ০৩ অক্টোবর ২০২৩, ১২:০৫
প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের দেখা পেলো চেলসি
প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের দেখা পেলো চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে গোল আর জয় দুটোই যেন চেলসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। অবশেষে তিন ম্যাচ পর তারা গোলের দেখা পেলো এবং জিতলোও দুই হার ও এক ড্রয়ের পর। নিকট প্রতিবেশী ক্লাব ফুলহ্যামের মাঠে ২-০ গোলে জিতেছে চেলসি।

রেলিগেশন অঞ্চল থেকে ২ পয়েন্ট ওপরে থেকে ক্র্যাভেন কটেজে নেমেছিল চেলসি। আগের ছয় ম্যাচে তাদের নামের পাশে ছিল মাত্র ৫ গোল। অবশেষে যেন তারা নিজেদের খুঁজে পেলো। ৮২ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করলো বøæরা।

মাউরিসিও পচেত্তিনোর ব্যয়বহুল দল আগের তিনটি লিগ ম্যাচে কোনও গোলই করতে পারেনি। তারা সেই খরা কাটালো দারুণভাবে। ১৮তম মিনিটে লেভি কলউইলের ক্রসে ইউক্রেন উইঙ্গার মুডরিক বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নেন, তারপর ফুলহ্যাম গোলকিপার বার্নড লেনো গোলমুখ খোলেন। চেলসির জার্সিতে ৯ মাস খেলে প্রথম গোল করলেন তিনি।

২০২২ সালের শেষ দিকে হাঁটুর ইনুজরিতে ছিটকে যাওয়া আরমান্ডো ব্রোহা প্রথমবার শুরুর একাদশে নামেন। নিষিদ্ধ নিকোলাস জ্যাকসনের স্থলাভিষিক্ত হয়ে গোলও করেন। অবশ্য এক ঘণ্টা পর মেডিক্যাল স্টাফদের সহায়তায় বদলি মাঠ ছাড়েন তিনি।

সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে উঠে গেলো চেলসি। ফুলহ্যামও সমান পয়েন্টে ১৩তম।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে