উয়েফা চ্যাম্পিয়নস লিগে অনেক আগে থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদো রাজাধিরাজ। সেখানে তার অগণিত গোল। ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানো সিআরসেভেন প্রথমবার পেয়েছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে গোল। তার গোলের রাতে আল নাসর পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে পেয়েছে জয়।
তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের বিপক্ষে ৩–১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১০ ম্যাচ জিতল সৌদি ক্লাবটি। আর এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রæপ পর্বে পেল দ্বিতীয় জয়।
ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুরু থেকে দাপুটে খেললেও ধারার বিপরীতে গোল খেয়ে বসে আল নাসর। বিরতিতে যাওয়ার মিনিটখানেক আগে ইস্তিকললকে এগিয়ে দেন সেনিন সেবাই।
পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়াটাই যেন আল নাসরকে তাতিয়ে দিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তাই একের পর এক আক্রমণ করেছে রিয়াদের দলটি। ৬৬ মিনিটে দলকে ম্যাচে ফেরানোর কাজটি রোনালদোই করেন। তার প্রথম শট ইস্তিকলল ডিফেন্ডার সোদিকিওন কুরবোনভ রুখে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় গোলকিপার রুস্তম ইয়াতিমোভের মাথার ওপর দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান।
সমতা ফেরার পর আত্মবিশ্বাস বেড়ে যায় পুরো দলের। ৭২ থেকে ৭৭—৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে তালিসকা যেন সেটাই বুঝিয়ে দিয়েছেন।
২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আল নাসর। ১ পয়েন্ট নিয়ে ইস্তিকলল আছে তলানিতে। একই রাতে কাতারে ক্লাব আল দুহাইলের বিপক্ষে জিতে পার্সেপোলিস ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে।
যাযাদি/ এসএম