শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

টাইব্রেকারে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার, ফাইনালে জার্মানি 

যাযাদি ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২৩, ২১:৪২
টাইব্রেকারে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার, ফাইনালে জার্মানি 
টাইব্রেকারে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার, ফাইনালে জার্মানি 

সেমিফাইনালের রঙ ছড়ালো সেমির মতো করেই। আর্জেন্টিনা ও জার্মানির ফুটবল দ্বৈরথ যুগে যুগে মানুষকে বিনোদিত করে গিয়েছে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কিশোরদের মাঝেও মিশে রইলো সেই তেজ। জার্মানির চিরচেনা দ্রুতগতির কাউন্টার অ্যাটাক আর আর্জেন্টিনা লাতিন ঐতিহ্যের ছোট ছোট পাসের আক্রমণ। সুরাকার্তায় দেখা মিলল দুটিই। শেষ পর্যন্ত টাইব্রেকারে আর্জেন্টাইনদের হারিয়ে ফাইনালে চলে গেল জার্মানি। ইন্দোনেশিয়ায় চলমান বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে হেরে চোখের জলে আসর থেকে বিদায় নিয়েছে আলবিসেলেস্তেরা।

কাতার বিশ্বকাপে ৩৬ বছরের আক্ষেপ মেটান লিওনেল মেসি। বড়দের থেকে অনুপ্রেরণা নিয়ে অনূর্ধ্ব-১৭ দলও নেমেছিল শিরোপার লক্ষ্যে। তবে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে শেষ মুহূর্তে ড্র করে খেলা জমিয়ে তুলেছিল আলবিসেলেস্তেরা। কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয়নি। টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো আর্জেন্টিনাকে। ৩৮ বছর পর ফাইনালে নাম লিখিয়েছে জার্মানি। সবশেষ ১৯৮৫ সালে তারা ফাইনাল খেলে রানার্সআপ হয়েছিল।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার সুরকাতায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা ৩-৩ ব্যবধানে ড্র ছিল। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয়ের দেখা পায় জার্মান যুবারা। এ নিয়ে ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমি থেকে বিদায় নিল আর্জেন্টিনা।

ম্যাচের পুরো সময় জুড়ে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। যেখানে নবম মিনিটে দুর্দান্ত শটে আর্জেন্টাইন গোলরক্ষক ফ্লোরেন্তিনকে বোকা বানিয়ে বল জালে জড়ান জার্মানির প্যারিস বার্নার। ম্যাচের ২৮তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হন অ্যাকুনা। এর মিনিট পাঁচেক পরেই সুযোগ মিস করেন আর্জেন্টাইন দলপতি ক্লাদিও এচেভেরি।

সমতা ফেরাতে অবশ্য বেশি সময় নেয়নি মেসির উত্তরসূরিরা। ম্যাচের ৩৬তম মিনিটে গ্রোসিতোর পাস থেকে আর্জেন্টিনাকে সমতায় ফেরান রবার্তো। প্রথমার্ধের যোগ করা সময়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। অ্যাকুনার পাস পেয়ে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন রবার্তো। সমানে সমানে লড়াই চলা সেমিফাইনালে প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।

বিরতি থেকে ফিরেই আক্রমণের ধার বাড়ায় জার্মানি। সেই ধারাবাহিকতায় ম্যাচের ৫৮তম মিনিটে জার্মান শিবিরে স্বস্তি ফেরান বার্নার। ডি বক্সের বাইরে থেকে বাঁকানো শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন এই জার্মান ফুটবলার। ১১ মিনিট পর জার্মানিকে এগিয়ে দেন ম্যাক্স। তার গোলে একরকম নিশ্চিত জয়ের পথেই ছিল জার্মানরা। তবে অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে গোল করে সমীকরণ পাল্টে দেন রবার্তো। তার শেষ সময়ের হ্যাটট্রিকে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-২ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে জার্মানি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

এর আগে পাঁচবার সেমিফাইনাল খেললেও কখনই ফাইনালে ওঠা হয়নি আর্জেন্টাইনদের। এবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শেষ চারে পা রেখেছিল লিওনেল মেসির উত্তরসূরিরা। ফ্রান্স অথবা মালির মধ্যে বিজয়ী দল আগামী ২ ডিসেম্বরের ফাইনালে জার্মানির মুখোমুখি হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে