শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রোনালদো ভক্তদের দুঃসংবাদ দিল আল নাসর

যাযাদি ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২২
রোনালদো ভক্তদের দুঃসংবাদ দিল আল নাসর
রোনালদো ভক্তদের দুঃসংবাদ দিল আল নাসর

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সময়টা দারুণ কাটছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। চলতি মৌসুমে দেশটির ক্লাব আল নাসরের হয়ে রীতিমতো উড়ছেন এই পর্তুগিজ সুপারস্টার। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়ে চলেছেন তিনি।

এর মধ্যেই রোনালদো ভক্তদের দুঃসংবাদ দিয়েছে আল নাসর কোচ লুইস কাস্ত্রো। আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তাজিকিস্তানের ক্লাব ইস্তিকলের বিপক্ষে ম্যাচে খেলছেন না ‘সিআরসেভেন’। মহাদেশীয় প্রতিযোগিতাটিতে ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলায় রোনালদোকে বিশ্রামে রাখার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের।

২০২২ বিশ্বকাপ থেকে পতুর্গালের বিদায়ের পর অনেকেই রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু নিজের বিদায়টা এমন মলিনভাবে লিখতে রাজি ছিলেন না ফুটবল তারকা। ভেবে রেখেছিলেন ভিন্ন কিছু। বিশ্বকাপ শেষে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন তিনি।

এরপর যদিও একটি মৌসুম তাকে শিরোপাবিহীন কাটাতে হয়েছে। তবে সেই দৃশ্যপট পেছনে ফেলে চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদো হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। অবশ্য জাতীয় দল কিংবা ক্লাব ফুটবল সব ক্ষেত্রেই চলতি মৌসুমে দারুণ সময় কাটাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার।

বয়স ৩৮ পেরোলেও পারফরম্যান্সে তিনি যেন টগবগে যুবক। চলতি মৌসুমে সব মিলিয়ে ২৬ ম্যাচে ২৪ গোল করেছেন সিআরসেভেন। তবে উড়তে থাকা রোনালদোকে আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইস্তিকললের বিপক্ষে খেলাবেন না নাসর বস লুইস কাস্ত্রো। টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকা আল নাসর ১৩ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। গত শনিবার সৌদি প্রো লিগে প্রতিদ্বন্দ্বী আল হিলালের বিপক্ষে ৩-০ গোল ব্যবধানে হারের ম্যাচে ঘাড়ের ব্যথায় কাতরাতে দেখা গেছে রোনালদোকে। যা বাড়তি চিন্তার কারণ আল নাসরের। তবে আশা করা যাচ্ছে, আগামী শুক্রবার আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে