সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ভিনিসিয়াসের জোড়া গোলে রিয়ালের স্বস্তি

যাযাদি ডেস্ক
  ০৩ মার্চ ২০২৪, ১১:০৫
ভিনিসিয়াসের জোড়া গোলে রিয়ালের স্বস্তি

নাটকীয় ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে হার এড়ায় মাদ্রিদ। যদিও ৯৯ মিনিটে রেফারির প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে বাতিল হয়েছে জুড বেলিংহামের গোল। পাশাপাশি লাল কার্ডও দেখেন বেলিংহাম। যেটি নিয়ে মাঠে উত্তেজনাও ছড়ায় চরমে।

ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় স্বাগতিক–রিয়াল ম্যাচ মানেই তো বিতর্ক। ৯ মাস আগে এই মাঠেই বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনি। বারবার ফাউলের শিকার হয়ে লাল কার্ড ও দেখেছিলেন তিনি। রিয়াল ওই ম্যাচ হেরেছিল ১-০ গোলে। জোড়া গোল করেই মেস্তেয়ায় প্রত্যাবর্তনকে স্মরণীয় করলেন ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান।

ম্যাচের প্রথম ২৬ মিনিট পর্যন্ত আধিপত্য ছিল রিয়ালের। তবে ২৭ থেকে ৩০ এই ৩ মিনিটে আচমকা দুই গোল খেয়ে বসে কার্লো আনচেলত্তির দল। রিয়ালের রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে গোল করেন উগো দুরো ও রোমান ইয়ারেমচুক।

তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান কমান ভিনিসিয়াস। ৭৬ মিনিটে ব্রাহিম দিয়াজের দারুণ এক চিপে হেড থেকে গোল করে রিয়ালকে ২-২ সমতায় ফেরান ভিনিসিয়াস। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। ড্র হলেও এখনও চিরপ্রতিদ্ব›িদ্ব বার্সেলোনার থেকে ৭ পয়েন্ট এগিয়ে রয়েছে মাদ্রিদ। যদিও বার্সা রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে