সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ফাইনালের আগে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

যাযাদি ডেস্ক
  ০৮ মার্চ ২০২৪, ১৮:০১
ফাইনালের আগে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর শক্তিশালি ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলার মেয়েরা। এদিকে ফাইনাল নিশ্চিত করার পর আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা যেখানে রীতিমত গোল উৎসব করেছে নারী দল।

নেপালের কাঠমান্ডুর চেসাল স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচে আজ ৬-০ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এদিন ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন সুরভী আকন্দ প্রীতি। ম্যাচের ১৩ মিনিটে ফাতিমা আক্তারের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন প্রীতি।

এক গোলের লিড নিয়ে ম্যাচের ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বাংলার মেয়েরা। সুনিপুম দক্ষতায় লক্ষ্যভেদ করে দলের দ্বিতীয় গোলটি এনে দেন ফাতেমা।

এদিকে ঠিক এরপরের মিনিটেই বাংলাদেশের হয়ে আবার লক্ষ্যভেদ করেন ক্রাউচিং মারমা। ফাতেমার কর্ণারে দূরের পোস্টে থাকা মারমা হেড করে বল পাঠিয়ে দেন জালে।

৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। মৌমিতা খাতুনের বাড়িয়ে দেয়া বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন প্রীতি, তবে তখন বল পেয়ে যান সাথী। আর বল পেয়েই পা ছুইয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

এরপর ভুটানের বিপক্ষে আজ আরও ২ গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। ৬৮ মিনিটে মৌমিতার বাড়িয়ে দেয়া বলে লক্ষ্যভেদ করে ব্যবধান ৫-০ করেন থুইনু মারমা। এরপর ৭৭ মিনিটে একক নৈপুণ্যে প্রীতি আরও এক গোল করলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ টিটুর শিষ্যরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে