রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় পাকিস্তান

যাযাদি ডেস্ক
  ২৮ এপ্রিল ২০২৪, ১১:০২
নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় পাকিস্তান

পঞ্চম ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়েছে পাকিস্তান। তাতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২-এ শেষ হয়েছে। একটি ম্যাচ পণ্ড হয়েছিল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ম্যাচটি জিতেছে বাবর আজমের দারুণ ব্যাটিং আর শাহিন আফ্রিদির অসাধারণ বোলিংয়ে। টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান তোলে। বাবর আজম ৪৪ বলে ৬ চার ও ২ ছয়ে ৬৯ রান করেন। ইনিংসটি খেলার পথে বাবর দ্বিতীয় উইকেটে ৭৩ ও তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন।

এছাড়া ২৪ বলে ৩ চার ও ১ ছয়ে ৩২ রান করেন উসমান খান। ফখর জামান আউট হন ৩৩ বলে ৪৩ রান করে।

জবাবে নিউজিল্যান্ড ১৯.২ ওভারে ১৬৯ রানে অলআউট হয়। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ওভারেই উইকেট হারায়। টম ব্ল্যান্ডেলকে তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় উইকেটে টিম সেইফার্ট ও মাইকেল ব্রেসওয়েল ৪৫ বলে ৭৬ রানের জুটি গড়েন। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লে আর লক্ষ্য পেরোতে পারেনি কিউইরা।

সেইফার্ট ৩৩ বলে ৫২ রান করে আউট হন। আফ্রিদি ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন শাহিন আফ্রিদি। মোহাম্মদ আমির এদিন ভালো করেননি। ৩.২ ওভারে ৪১ রান খরচায় কোন উইকেট পাননি তিনি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে