শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

হলান্ডের চার গোলে ম্যানসিটির বড় জয়

যাযাদি ডেস্ক
  ০৫ মে ২০২৪, ১৪:৪৯
ছবি সংগৃহীত

আর্লিং হলান্ডের একার ৪ গোলে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ৫-১ ব্যবধানে গুঁড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। এ জয়ে টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা ঘরের তোলার সম্ভাবনা আরও জোরাল করল পেপ গার্দিওলার শিষ্যরা। শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটির হয়ে অন্য গোলটি করেছেন হুলিয়ান আলভারেস।

ম্যাচের শুরুতে অবশ্য ভাগ্যের পরশ পেয়েছে ম্যানসিটি। কারণে দ্বাদশ মিনিটে পেনাল্টির যে সিদ্ধান্ত রেফারি গ্রেইগ পাউসন দিয়েছেন, তা আসলে একপ্রকার উপহার বলা চলে। এমন সুযোগ হেলায় নষ্ট করেননি হালান্ড। উলভসের গোলকিপার হোসে সা-কে সহজেই পরাস্ত করেন তিনি। ৩৫তম মিনিটে রদ্রির ভাসিয়ে দেওয়া ক্রসে দারুণ হেডে বল জালে জড়ান নরওয়েজিয়ান স্ট্রাইকার।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে হালান্ডকে বক্সের ভেতরে ফেলে দেন উলভসের ডিফেন্ডার নেলসন সেমেদো। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান র্বেফারি। এবার বাঁ পায়ের বুলেটগতির শটে নিজের হ্যাটট্রিক তুলে নেন হালান্ড। সিটির জার্সিতে এটি তার ষষ্ঠ হ্যাটট্রিক। টুর্নামেন্টের ইতিহাসেই তার চেয়ে বেশি হ্যাটট্রিক আছে মাত্র সাত খেলোয়াড়ের।

এদিকে দ্বিতীয়ার্ধে স্রোতের বিপরীতে গোলের দেখা পায় উলভস। ৫৩তম মিনিটে আচমকা গোলটি করেন হুয়াং হি-চান। তবে এক মিনিট পরেই ফের তাদের জাল কাঁপান হালান্ড। এবার ফিল ফোডেনের দারুণ এক পাসে লক্ষ্যভেদ করেন তিনি। এ নিয়ে চলতি লিগ মৌসুমে ২৫তম গোল হলো তার। দ্বিতীয় স্থানে থাকা আলেকসান্দার ইসাক ও কোল পালমারের চেয়ে এখন পর্যন্ত ৫ গোল বেশি নিয়ে গোল্ডেন বুট জেতার দ্বারপ্রান্তে হালান্ড।

উলভসকে নিয়ে হালান্ডের ছেলেখেলা চার গোল পর্যন্ত স্থায়ী হয়। এরপর শেষ বাঁশি বাজার মিনিট পাঁচেক আগে গোল করেন হুলিয়ান আলভারেজ। বাকি সময় আর কোনো গোল না পেলেও বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি। এ নিয়ে লিগে টানা ২০ ম্যাচ ধরে অপরাজিত রইলো তারা। এর মধ্যে শেষ ছয়টিতেই এলো জয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে