শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সিলেট এয়ারপোর্টে ভক্তদের ভালোবাসায় সিক্ত ফুটবলার হামজা

সিলেট অফিস
  ১৭ মার্চ ২০২৫, ১৪:৫৪
সিলেট এয়ারপোর্টে ভক্তদের ভালোবাসায় সিক্ত ফুটবলার হামজা
ছবি: যায়যায়দিন

বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে খেলতে সিলেটে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। সোমবার (১৭ মার্চ) সকাল ১১টা ৩৫ দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা।

এর আগে রোববার দিবাগত রাত বাংলাদেশ সময় ২টায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন হামজা। তারকা ফুটবলার হামজার পৈত্রিক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে।

বাংলাদেশের জার্সিতে ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য প্রথমবারের মতো দেশে এসে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা চৌধুরী। তার আগমণ ঘিরে সিলেট বিমানবন্দরে ভীড় জমান শত শত ভক্ত-সমর্থক।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে