বাংলাদেশ ফুটবলে এখন তুমুল আলোচনার নাম হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে বাংলাদেশের ফুটবল পাড়ায়। সিলেটে ইংলিশ তারকার পা রাখা থেকে ঢাকায় ফেরা, সবই এখন মিডিয়ার হট টপিক।
এরই মধ্যে ঢাকায় বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা। অংশ নিয়েছেন অফিশিয়াল প্রেস কনফারেন্সে ও দলীয় ফটোসেশনেও। সবকাজ শেষে বুধবার সন্ধ্যায় অনুশীলনে নামার কথা এই তারকা খেলোয়াড়ের। যা দেখতে লাগবে বিশেষ টিকিট।
সাধারণত জাতীয় দলের অনুশীলন দেখতে কখনো টিকিট লাগেনি। কিন্তু হামজার কারণে সেটা লাগছে। আজ বুধবার বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করবেন হামজা। অনুশীলন শুরু সন্ধ্যায় ৭টায়। এই অনুশীলন দেখার জন্য বাফুফের অধিভ‚ক্ত ক্লাবগুলোকে টিকিট দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শুধু তাই নয়, গণমাধ্যমদের জন্যও রয়েছে এই বিশেষ কার্ড। যা দিয়ে অনুশীলন সেশন কাভার করতে পারবেন সংবাদকর্মীরা। সেটাই শুধুমাত্র ১৫-২০ মিনিটের জন্য। এরপর সংবাদমাধ্যমকেও আর থাকতে দেওয়া হবে না।
যাযাদি/ এসএম