শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শুরুর আগেই শেষ লিটনের পিএসএল যাত্রা

যাযাদি ডেস্ক
  ১২ এপ্রিল ২০২৫, ১২:৩৫
শুরুর আগেই শেষ লিটনের পিএসএল যাত্রা
ফাইল ছবি

অনেক আশা নিয়ে গোটা পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) গোটা মৌসুম খেলতে গিয়েছিলেন লিটন কুমার দাস। অফ ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে রানে ফিরিয়ে আনতে বিসিবিও স্বাছন্দ্যে দিয়েছিল এনওসি।

করাচি কিংসের হয়ে খেলতে যাওয়ার ব্যাপারে লিটনও ছিলেন দারুণ আগ্রহী। পাকিস্তান যাত্রার পথে বিমান থেকে তোলা ছবি ও হোটেলে তাঁকে দেওয়া অভ্যর্থনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন সানন্দ্যে।

তবে মানুষের ইচ্ছে ও স্রষ্টার পরিকল্পনার মাঝে যে ফারাক থেকে যায়! তাই লিটনকে ফিরে আসতে হচ্ছে পাকিস্তান থেকে।

শনিবার (১২ এপ্রিল) নিজের ফেসবুক পেজে একটা বার্তায় ব্যাপারটা নিশ্চিত করেছেন লিটন। এই ৩০ বছর বয়সী কিপার-ব্যাটার জানান আঙ্গুলে চোট পেয়েছেন তিনি। তাই দেশে ফিরে আসছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে