অনেক দিন পর খেলার মাঠে ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে নিজের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার।
করাচি কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা জানান তিনি।
সম্প্রতি লাহোরে যোগ দিয়ে এক ম্যাচ খেলেছেন সাকিব। আর সেই ম্যাচে ব্যাট হাতে প্রথম বলেই আউট হন তিনি। পরে বল হাতে ২ ওভারে দেন ১৮ রান। তবে তার দল ম্যাচ জিতে নেয় ২৬ রানে। প্রথম ম্যাচে ভালো না করলেও মাঠে ফিরে বেশ স্বস্তি পাচ্ছেন তিনি।
সাকিব বলেন,‘ খেলার মধ্যে না থাকলে শরীর কেমন প্রতিক্রিয়া দেয় সেটা দেখতে হয়। অনেকদিন পর মাঠে নামলে একটু ভিন্ন লাগে, তবে আমার জন্য অভিজ্ঞতাটা ভালোই হয়েছে। সামনে লাহোর কালান্দার্সের ম্যাচগুলো আমার জন্য আরও ভালো হবে বলে আশা করছি। “
প্লে-অফ নিশ্চিত করতে করাচির বিপক্ষে জয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ‘প্লে-অফে যেতে হলে আমাদের জয় খুবই গুরুত্বপূর্ণ। করাচি কিংস অনেক ভালো দল, আমাদের সেরা খেলাটাই খেলতে হবে,‘ যোগ করেন সাকিব।
পিএসএলে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে সাকিব বলেন,‘ গত ১০ বছরে পিএসএলের অনেক উন্নতি দেখেছি। আমি কয়েকবার এই লিগে খেলেছি এবং প্রতিবারই ভালো অভিজ্ঞতা হয়েছে। এটা প্রতিনিয়ত বড় হচ্ছে, এবং এটা ইতিবাচক দিক। ’
লাহোর কালান্দার্সের ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি,‘ দলের পরিবেশ খুব চমৎকার। শাহিন আফ্রিদি ও হারিস রউফের মতো ফাস্ট বোলারদের সঙ্গে এবার একই দলে খেলছি, যাদের আগে প্রতিপক্ষ হিসেবে দেখেছি। এখন একসঙ্গে খেলার মাধ্যমে আমরা একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ পাচ্ছি। ’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেছেন সাকিব,‘ আমি এখন বিভিন্ন লিগ খেলতে চাই, পিএসএলও তার মধ্যে রয়েছে। সামনের চার-পাঁচ মাসে কী হবে জানি না, তবে এখন আমার কিছু চুক্তি আছে। যেগুলো থাকছে, সেগুলো আমি খেলব। ’
এছাড়া আসন্ন পাকিস্তান-বাংলাদেশ টি২০ সিরিজ নিয়েও দারুণ আশাবাদী সাকিব,‘ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভালো একটা সিরিজ হবে আশা করি। দুই দলেরই অনেক তরুণ ও উদ্যমী খেলোয়াড় রয়েছে। আর তাই দারুণ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। ’