শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

জোকোভিচের দরকার নেই কোনো কোচের

ক্রীড়া ডেস্ক
  ২২ মে ২০২৫, ১৮:৪৯
জোকোভিচের দরকার নেই কোনো কোচের
সার্বিয়ান টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ

অনেক দিন ধরে ভীষণ খারাপ সময় যাচ্ছে নোভাক জোকোভিচের। ২০২৩ সালের ইউএস ওপেনের পর আর কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি সার্বিয়ান তারকা। সেই সাঙ্গে জিততে পারেননি কোনো প্রতিযোগিতার ট্রফি। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম এবং শততম খেতাবের অপেক্ষা বেড়েই চলেছে তার।

1
তাইতো বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন শুরু হবে আগামী ২৫ মে থেকে। অথচ এখন কোনো কোচ নেই নোভাক জোকোভিচের। অ্যান্ডি মারের সঙ্গে বিচ্ছেদের পর আর কাউকে নিয়োগ করেননি সার্বিয়ান এই টেনিস খেলোয়াড়। এ ব্যাপারে তাড়াহুড়োও করতে চাইছেন না তিনি।

বেশ কিছু দিন ধরে ফর্মে নেই জোকোভিচ। এ বছর কয়েকটি প্রতিযোগিতায় প্রথম বা দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন। ২০২৫ সালে ১৯টি ম্যাচ খেলে ১২টি শিরোপা জিতেছেন। জয়ের পাশাপাশি হারতে হয়েছে ৭টি ম্যাচ।

ফরাসি ওপেনের প্রস্তুতি হিসেবে জেনেভা ওপেন খেলছেন জোকোভিচ। সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার কোনও কোচ প্রয়োজন নেই। এ নিয়ে তাড়াহুড়ো করারও প্রয়োজন নেই। আমার সঙ্গে এখন যারা রয়েছেন, তাদের সঙ্গে আমি ভালো বোধ করছি। আগামী কয়েকটা প্রতিযোগিতায় দেখি কী হয়।’

মারেকে কেন ছেড়ে দিলেন, এ নিয়ে জোকোভিচ বলেন, ‘কোর্ট থেকে আমাদের জুটির আর তেমন কিছু পাওয়ার ছিল বলে মনে হচ্ছিল না। সেটাই কারণ। মারের প্রতি আমার শ্রদ্ধা আগের মতোই রয়েছে। আরও পরিষ্কার করে বললে, মানুষ হিসাবেও ওকে জানার সুযোগ পেয়েছি।’

গত ছয় মাস জোকোভিচের কোচ ছিলেন মারে। এই সময় একটি খেতাবও জিততে পারেননি সার্বিয়ান এই টেনিস খেলোয়াড়। শুধু ২৫তম গ্র্যান্ড স্ল্যাম নয়, জোকোভিচ অপেক্ষা করছেন শততম পেশাদার খেতাবের জন্যও। ২০২৩ সালের ইউএস ওপেনের পর থেকে টেনিস জীবনের বিশেষ মুহূর্তের অপেক্ষায় রয়েছেন বিশ্বের সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড়। কিন্তু কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না ৩৭ বছরের জোকোভিচের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে