সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর থেকে আলোচনা এবং সমালোচনার কেন্দ্রে আছেন দেশের ক্রিকেটাররা। তবে মরুর বুকে ক্রিকেটের লড়াইয়ে হেরেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তারা। সামনেই আছে পাকিস্তানের বিপক্ষে আরও একটি টি২০ সিরিজ।
এর আগে, প্রথম বহরে ১০ জনের দলে ক্রিকেটারদের মধ্যে ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এছাড়া ছিলেন ম্যানেজার নাফিস ইকবালসহ আরও ক’জন সাপোর্ট স্টাফ।
পাকিস্তান সফর নিয়ে বিসিবি খেলোয়াড়দের কাউকে জোর করেনি। যার কারণে পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তান সফরে যাচ্ছেন না। দলে নতুন করে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন তিনি। একই কারণে রিশাদ হোসেনও রয়েছেন পাকিস্তানে।
এদিকে মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে খালেদ আহমেদ ধরেছেন সরাসরি পাকিস্তানের বিমান। আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি২০ দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।