অবিশ্বাস্য ম্যাচটি দেখা যায় ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্রিকেটে। ৪৫ ওভারের লড়াই। প্রতিপক্ষের বোলারদের তুলাধুনা করে এক দল করল ৪২৬ রান। পাহাড়সম লক্ষ্যের জবাব দিতে নেমে অন্য দল অলআউট হলো মাত্র ২ রানে!
মিডলসেক্স কাউন্টি লিগের ওই লড়াইয়ে রিচমন্ড ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশকে ৪২৪ রানে হারায় নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশ। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন নর্থ লন্ডনের ব্যাটসম্যানরা। ওভারপ্রতি সাড়ে ৯ করে রান তুলে দলটি।
অবাক করা হলেও সত্যি, বিশাল রান গড়ার পথে নর্থ লন্ডনের কেবল একজন ব্যাটসম্যানই স্পর্শ করতে পারেন ফিফটি। ড্যান সিমন্স একাই খেলেন ১৪০ রানের ইনিংস। পরের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক জাক লেউইট (৪৩) ও নাবিল আব্রাহামস (৪২)।
সেঞ্চুরি হাঁকানো সিমন্সের সঙ্গে ওপেন করতে নেমে ১ রানে আউট হন গ্ল্যাডউইন। এছাড়া দলটির হয়ে ব্যাটিংয়ে নামা বাকি সবাই স্পর্শ করেন দুই অঙ্ক। রান প্রসবা ইনিংসে নর্থ লন্ডন কেবল ১০টি ছক্কা মারে! রিচমন্ডের বাজে বোলিংয়ে ৯২ রান আসে অতিরিক্ত থেকে, যেখানে ছিল ৬৫টি ওয়াইড ও ১৬টি ‘নো’ বল।
চারশ ছাড়ানো রানের লক্ষ্য তাড়ায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে রিচমন্ডের ব্যাটিং। ৫.৪ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। দলটির করা ২ রানের একটি আসে ওয়াইড থেকে।
নর্থ লন্ডনের কেবল দুইজনের বোলিং করতে হয়। ম্যাট রসন ৩ ওভারে কোনো রান দিয়ে নেন ৫ উইকেট। আর টম স্পাউটন ২.৪ ওভারে ২ রান দিয়ে নেন ৩ উইকেট। এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে নর্থ লন্ডন। আর ৯ দলের টেবিলে ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রিচমন্ড।