বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

রিয়ালের হয়ে গোল্ডেন বুট জিতলেন এমবাপে

ক্রীড়া ডেস্ক
  ২৬ মে ২০২৫, ২০:২১
রিয়ালের হয়ে গোল্ডেন বুট জিতলেন এমবাপে
প্রথমবারের মতো মর্যাদার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। সব মিলে স্পেনে নিজের অভিষেক মৌসুমে লা লিগায় তার গোল সংখ্যা দাঁড়ায় ৩১। তাতে শুধু ইউরোপের শ্রেষ্ঠ গোলদাতাই হননি ফরাসি ফরোয়ার্ড, লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও নিজের করে নিয়েছেন।

রিয়াল মাদ্রিদে নিজের প্রথম মৌসুমে দলীয় কোন ট্রফি জয়ের স্বাদ পাচ্ছেন না কিলিয়ান এমবাপে। তবে ব্যক্তিগত অর্জনে ঠিকই হলো তার। স্প্যানিশ লা লিগায় ৩১ গোল করে চলতি মৌসুমের ইউরোপিয়ান মহাদেশের শীর্ষ পাঁচ লিগের সেরা স্কোরার হিসেবে নির্বাচিত হয়েছেন।

স্পেনের শীর্ষ লিগে এমবাপের ৩১ গোল উয়েফার গুণাঙ্ক পদ্ধতি অনুযায়ী তাকে ৬২ পয়েন্ট এনে দিয়েছে। উয়েফার কো–এফিসিয়েন্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ লিগে করা প্রতিটি গোলকে ২ দিয়ে গুণ করে পয়েন্ট দেওয়া হয়।

পর্তুগিজ লিগে স্পোর্টিং লিসবনের হয়ে ভিক্টর ইয়োকেরেস ৩৯ গোল করেছেন, যা এমবাপের চেয়ে বেশি। তবে র‌্যাঙ্কিং অনুযায়ী লা লিগার অবস্থান তিন নম্বরে হওয়ায় ইয়োকেরেসের চেয়ে এগিয়ে যান এমবাপে। ইয়োকেরেস পান ৫৮.৫ পয়েন্ট। এছাড়া লিভারপুলের মোহামেদ সালাহ ২৯ গোল করে ৫৮ পয়েন্টে তিন নম্বরে থেকে শেষ করেছেন।

রিয়ালের হয়ে এর আগে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন হুগো সানচেজ ও ক্রিস্তিয়ানো রোনালদো। লা লিগায় এবার ৩৪ ম্যাচে ৩১ গোল করেন এমবাপে। যা তাকে সর্বোচ্চ গোলদাতার পিচিচি ট্রফিও এনে দিয়েছেন। এবার সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৫৫ ম্যাচ খেলে এমবাপে করেন ৪২ গোল।

অভিষেক মৌসুমে আরও কিছু রেকর্ড গড়েন এমবাপে। আলফ্রেডো ডি স্টেফানোর ৭১ বছরের পুরনোও ভেঙেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমে লা লিগায় সর্বাধিক গোলের রেকর্ড এখন তার। রিয়াল মাদ্রিদ আগামী মাসে ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেবে, সেখানে মৌসুমে গোলসংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ এমবাপের সামনে।

কিলিয়ান এমবাপে রিয়ালের তৃতীয় খেলোয়াড় হিসেবে গোল্ডেন বুট জয়ের গৌরব অর্জন করেছেন। তার আগে হুগো সানচেজ (১৯৮৯-৯০) ও ক্রিশ্চিয়ানো রোনালদো (২০১০-১১, ২০১৩-১৪, ২০১৪-১৫) এই কৃতিত্ব অর্জন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে