দেশের ক্রিকেটে বিতর্কিত ও সমালোচিত নামগুলোর মধ্যে অন্যতম হলেন মিরপুরের শ্রীলংকার পিচ কিউরেটর গামিনি ডি সিলভা। তার আচরণগত সমস্যা এবং ভালো উইকেট তৈরিতে অদক্ষতার কথা সবার জানা। সম্প্রতি ভালো পিচ চাওয়ায় পেসার এবাদত হোসেনকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
দেশের ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত চরিত্রদের অন্যতম কিউরেটর গামিনি ডি সিলভা। তার আচরণগত সমস্যা এবং ভালো উইকেট তৈরিতে অদক্ষতার কথা সবার জানা। এরপরও অদৃশ্য কারণে বহু ঝড়ঝাপ্টার পরও চাকরি টিকে গেছে তার। তবে এবার বোধহয় সব সীমা অতিক্রম করে গেছেন এই লংকান কিউরেটর।
সম্প্রতি নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ চলাকালে পেসার এবাদত হোসেনের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সোমবার (২৬ মে) দেশের জাতীয় এক দৈনিকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিসিবির সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, গত শুক্রবার (২৩ মে) মিরপুরের হোম অব ক্রিকেটে এবাদতের সঙ্গে অত্যন্ত বাজে ব্যবহার করেন গামিনি।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচের একাদশে না থাকায় বিরতিতে সেন্টারের সাইড উইকেটে পেস বোলিং কোচ নাজমুল হোসেনকে নিয়ে স্পট বোলিং করেন এবাদত। উইকেট ভালো না হওয়ার মন্তব্য করায় এবাদতের উপর ক্ষেপে যান গামিনি।
প্রত্যক্ষদর্শী জানিয়েছে, গামিনি ঝগড়া করে থেমে গেলে সমস্যা ছিল না। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহাবুবুল আনাম স্যারকে বলে জাতীয় দল থেকে এবাদতকে বাদ দেওয়ার হুমকি দেন তিনি। একজন কিউরেটর তো জাতীয় দলের ক্রিকেটারকে এভাবে হুমকি দিতে পারেন না।
এ নিয়ে দেশের একটি গণমাধ্যমকে এবাদত বলেছেন, ‘আমার সঙ্গে যা কিছু হয়েছে, নাজমুল ভাই দেখেছেন। আমি যেখানে জানানোর, সেখানে জানিয়েছি। বাকি সিদ্ধান্ত তাদের।’
তবে গামিনি সেসব অস্বীকার করে বলেছেন, ‘আমাদের মধ্যে কিছুই হয়নি। সে উইকেট চেয়েছে, দিয়েছি। বৃষ্টির কারণে উইকেট একটু খারাপ হতেই পারে। আমি ওর কথার কোনো উত্তর দিইনি। হুমকি দেওয়ার কথা ভিত্তিহীন।’