বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আসন্ন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। এই ক্যাম্পে সবার আগে যোগ দিতে আজ বুধবার (২৮ মে) সকালে ঢাকা পা রাখলেন ইতালিপ্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম।
আজ বুধবার (২৮ মে) সকালে রোম থেকে ঢাকায় পৌঁছান ১৮ বছর বয়সি এই উইঙ্গার। বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন বাংলাদেশি ফুটবল সমর্থকদের উৎসাহী গ্রুপ বাংলাদেশ ফুটবল আল্ট্রাস।
ফাহমিদুলের প্রতি ভালোবাসা ও প্রত্যাশার প্রতিচ্ছবি ছিল তাদের কণ্ঠে, ‘ওয়েলকাম ব্যাক, ফাহমিদুল!’
ফাহমিদুলকে নিয়ে কাণ্ডকীর্তি কম হয়নি। ১৮ বছর বয়সের এক কিশোর দেখেছে তার প্রতি গোটা দেশের ভালোবাসা। মার্চে ভারতের বিপক্ষে দলে সুযোগ না পাওয়া ফাহমিদুল ইসলাম আবারও এলেন দেশের টানে।
ইতালির চতুর্থ বিভাগে খেলা ফাহমিদুল মার্চে বাদ পড়েছিলেন দল থেকে। তাকে দলে ফেরাতে মানববন্ধন পর্যন্ত করে ভক্তরা। বৈঠকে বসেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ভক্তদের আশ্বস্ত করেন ফাহমিদুল ফিরবেন বলে।
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আগামী ১০ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ৪ জুন ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন হামজা-জামালরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায়৷ আগামী ৩০ মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সবার আগে যোগ দিলেন ফাহমিদুল।
ফাহমিদুল ইস্যুতে তাবিথ আউয়াল একাধিকবার বলেছেন, ‘তার বয়স মাত্র ১৮। সামনে অনেক সময় পড়ে আছে। ফাহমিদুল মেধাবী ছেলে, সে আমাদের পরিকল্পনায় ভালোভাবেই আছে।’ ইতালি থেকে বুধবার সকালে ঢাকায় ফিরে বিমানবন্দরে ফুটবলপ্রেমীদের উষ্ণ অভিনন্দনে সিক্ত হয়েছেন ফাহামিদুল। এরপর সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তিনি উঠেছেন বলে জানিয়েছেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।
আর এই দুই ম্যাচ সামনে রেখে শুক্রবার থেকে ক্যাম্প শুরু করবেন কাবরেরা। ফাহামিদুলের মতো আরেক প্রবাসী সামিত সোম কানাডা থেকে আগামী বুধবার ঢাকায় ফিরবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
তিনি বলেন,‘ সামিত সোম আগামী ৪ জুন ভোরে ঢাকায় আসবেন। একই দিন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ আছে আমাদের। খুব সম্ভবত ভুটানের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবে না সামিত। সিঙ্গাপুর ম্যাচে তাকে দেখা যেতে পারে, যদি কাবরেরা চান।’