বড় কোনো তারকা খেলোয়াড় ছাড়াও গত মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লুইস এনরিকের কোচিংয়ে দলটি অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক গোছালো। তারপরও লিওনেল মেসির দল ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচের আগে শিষ্যদের সতর্ক করলেন পিএসজির কোচ।
আজ রোববার (২৯ জুন) রাতে বাংলাদেশ সময় রাত ১০টায় পিএসজি ফেভারিট হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ইন্টার মায়ামির মুখোমুখি হবে। শক্তিমত্তায় দুই দলের তফাৎ থাকলেও ‘দুর্বল’ মায়ামিকে অবহেলা করছে না ফরাসি চ্যাম্পিয়নরা।
বিশেষ করে পিএসজির কোচ এনরিকে তার খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুশকেটসের মতো অভিজ্ঞ তারকাদের নিয়ে গড়া আমেরিকান ক্লাবকে অবহেলা করলে বড় ভুল হবে মনে করেন স্প্যানিশ কোচ। মেসি শুধু সাবেক কোচই নয়, সাবেক ক্লাবেরও মুখোমুখি হচ্ছেন। ২০২৩ সালে প্যারিস ক্লাবের সঙ্গে সম্পর্কছেদের পর প্রথমবার তাদের মুখোমুখি হচ্ছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।
এনরিকে বার্সেলোনায় মেসি, বুশকেটস, আলবা ও সুয়ারেজের কোচ ছিলেন। সাবেক শিষ্যদের মাঝে এখনও আগের সেই সামর্থ্য দেখতে পেয়েছেন তিনি, ‘আমরা যদি তাদের কাছ থেকে বল কেড়ে নিতে না পারি, তাহলে ভালো কিছু হবে না। কারণ বুশকেটস এখনও একই রকম আছে।
বল নিয়ে লিও মেসি অনন্য। লুইস সুয়ারেজের শেষ গোল ছিল অসাধারণ দক্ষতা দিয়ে করা। জর্দি আলবা এখনও গভীরে গিয়ে খেলতে পারে। বিশ্ব ফুটবলে জর্দিকে লিওর পাস দেওয়া আমরা সবাই জানি, এতদিন পর আবারও তারা সেই কাজটি করছে প্রত্যেক ম্যাচে।’
মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানোকে নিয়েও সতর্ক এনরিকে, ‘তাদের আছে মাসচেরানোর মতো কোচ, এটা পরিষ্কার যে আমাদের দারুণ পারফরম্যান্স করতে হবে এবং তীব্রতা বাড়াতে হবে নয়তো তারা ম্যাচ জিতবে, সহজেই। এনিয়ে কোনও সন্দেহ নেই।’
বার্সার সাবেক চার খেলোয়াড় ও মায়ামির বর্তমান কোচ মাসচেরানোকে ভালোভাবে চেনা আছে এনরিকের। পাঁচ জনেরই কোচ ছিলেন তিনি। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় থেকে একাধিক ট্রফি জিতেছেন। মায়ামির পাঁচজনকে নিয়ে জিতেছেন ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ।
এনরিকে বলেন, ‘১০, ১৫ বছর- মেসির সেরা সময় কতদিন চলেছে, সেটা আমি জানি না। তবে আমি বলবো, সে ইতিহাসের সেরা ফুটবলার, কোনও সন্দেহ না রেখে। আমি অন্য মতামতকেও গ্রহণ করি। কিন্তু যেভাবে বহু বছর সে সর্বোচ্চ স্তরে খেলে চলেছে, প্রতি তিন দিনে একবার ম্যাচে অংশ নিয়েছে, সেটা অনন্য।’
ন্যু ক্যাম্পের স্মৃতি নিয়ে তার কথা, ‘ফুটবলে আমি কোচ হিসেবে বার্সায় সব কিছু জেতার সুযোগ হয়েছিল। কিন্তু এই তিন বছরে শুধুমাত্র সাফল্য নয়, বরং প্রতি মৌসুমের প্রায় ২০০টি অনুশীলন সেশন আমি উপভোগ করেছি। অনুশীলনে আমি লিও মেসিকে এমন কিছু করতে দেখেছি, যেটা ছিল অন্য ধাঁচের, অন্যরকম এক পরিস্থিতি, অসাধারণ।’
এনরিকে যোগ করলেন, ‘ম্যাচের গতিপথ পরিচালনা করার ক্ষমতা ও নিয়ন্ত্রণ, কেবল তার মতো একজনই এসব সহজে করতে পারে। এটা সত্যিই আনন্দদায়ক, এক রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং এসব আমাদের সবার জন্য দারুণ স্মৃতি।’