বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সতীর্থদের দল ছাড়তে বললেন ইন্টারের অধিনায়ক মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক
  ০১ জুলাই ২০২৫, ১৮:২৭
আপডেট  : ০১ জুলাই ২০২৫, ১৮:৩৪
সতীর্থদের দল ছাড়তে বললেন ইন্টারের অধিনায়ক মার্টিনেজ
ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেজ 

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ আটে খেলা হলো না ইতালিয়ান ক্লাব দল ইন্টার মিলানের। ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের কাছে ২-০ হেরে ইতালিয়ান দলটিকে বিদায় নিতে হয়েছে ফুটবলের এই মেগা আসর থেকে। ম্যাচের পর একরাশ হতাশ হয়ে নিজের সতীর্থদের প্রকাশ্যে সমালোচনা করেছেন ইন্টার মিলানের অধিনায়ক লউতারো মার্টিনেজ।

ডাজন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, “যারা থাকতে চাও, থাকো। যারা থাকতে চাও না, চলে যাও। আমি অনেক কিছু দেখেছি যেগুলো আমার একদমই ভালো লাগেনি। আমি জিততে চাই।”

তার এই কথায় ফুটে উঠেছে দলের প্রতি গভীর হতাশা, যা মূলত পুরো বছরের ব্যর্থতার প্রতিচ্ছবি। গত ১১ মাসে চ্যাম্পিয়নস লিগ এবং সিরি আ- দুই টুর্নামেন্টেই রানার্সআপ হয়ে মৌসুম শেষ করেছে ইন্টার।

ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার ঠিক আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারের পর ইন্টার কোচ হিসেবে দায়িত্ব নেন সাবেক ডিফেন্ডার ক্রিশ্চিয়ান চিভু। তিনিও মার্টিনেজের বক্তব্যে সহমত পোষণ করেছেন।

আর এই জয়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স দেখিয়ে দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল কতটা ধারালো। শেষ ষোলোতে ওঠা চার ব্রাজিলিয়ান দলের মধ্যে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল তারা। এর আগে পালমেইরাসও জায়গা করে নিয়েছিল শেষ আটে।

ফ্লুমিনেন্সের খেলোয়াড় এভারালদো বলেন, “আমরা সারা দুনিয়াকে দেখাচ্ছি, দক্ষিণ আমেরিকার ফুটবলও দুর্দান্ত।” এই টুর্নামেন্টে ব্রাজিলের প্রতিনিধিত্ব করছে মোট চারটি ক্লাব। তাদের মধ্যে এখন পর্যন্ত ফ্লুমিনেন্স ও পালমেইরাস উঠে গেছে শেষ আটে। এটা আবারও প্রমাণ করল, দক্ষিণ আমেরিকার ফুটবল কেবল ঐতিহ্যে নয়, আধুনিক প্রতিযোগিতাতেও টিকে থাকতে জানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে