বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

স্থায়ীভাবে সৌদিতে থাকবেন রোনালদো!

ক্রীড়া ডেস্ক
  ০১ জুলাই ২০২৫, ২০:২১
স্থায়ীভাবে সৌদিতে থাকবেন রোনালদো!
ক্রিশ্চিয়ানো রোনালদো

সৌদি প্রো-লিগের দল আল নাসরের হয়ে দুই মৌসুমে খেললেও এখনো দলটিকে বড় কোনো শিরোপা এনে দিতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও সফল তারকাদের একজন হলেন পর্তুগিজ যুবরাজ।

তবে এবার আলোচনায় এলেন মাঠের বাইরের এক আবেগঘন ঘোষণায়। গোল, শিরোপা কিংবা রেকর্ড নয় ভক্তদের চমকে দিয়ে জানালেন, জীবনের বাকি সময়টা কাটাতে চান সৌদি আরবেই।

সম্প্রতি আল নাসের ফুটবল ক্লাবের প্রকাশিত একটি ভিডিও বার্তায় এই পর্তুগিজ মহাতারকা বলেন, ‘আমি জীবনের বাকি সময়টা এখানেই কাটাতে চাই। সৌদি আরব একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ, যেখানে আমার পরিবার ও আমি সত্যিই ঘরবাড়ির মতো অনুভব করি।’

রোনালদো আরও বলেন, ‘আমার পরিবার সব সময় আমার সিদ্ধান্তকে সম্মান করে। আমরা এখানে খুব ভালো আছি। তাই আমরা স্থায়ীভাবে সৌদি আরবে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

পর্তুগিজ তারকার ভাষ্যে, ‘সৌদি প্রো লিগ এখন বিশ্বের সেরা পাঁচটি লিগের একটি। আর ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ আসর।’

সৌদি সংস্কৃতি ও মানুষের প্রশংসা করে বলেন, ‘এখানকার ভালোবাসা ও সম্মান সত্যিই অনন্য। তাই আমি সৌদি আরবেই স্থায়ীভাবে বসবাস করতে চাই।’

২০২২ সালের শেষ দিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর সৌদি প্রো লিগের দল আল-নাসেরে যোগ দেন রোনালদো। সম্প্রতি তিনি তাঁর চুক্তি ২০২৭ সাল পর্যন্ত বাড়িয়েছেন, যা স্পষ্টভাবে তাঁর দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিত দেয়। রোনালদো এখন শুধু আল নাসেরের হয়ে খেলছেন না, বরং সৌদি ফুটবলের একটি ব্র্যান্ড অ্যাম্বাসাডর’র ভূমিকাও পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে