শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

পালমেইরাসকে হারিয়ে শেষ চারে চেলসি

যাযাদি ডেস্ক
  ০৫ জুলাই ২০২৫, ১০:৪৪
পালমেইরাসকে হারিয়ে শেষ চারে চেলসি
কোয়ার্টার ফাইনালে পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে লন্ডনের ক্লাবটি।

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের শক্তিশালী ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে লন্ডনের ক্লাবটি।

শনিবার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে চেলসি। ম্যাচের ১৬তম মিনিটে চালোবাহ’র কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন তরুণ মিডফিল্ডার কোল পালমার। লিড নিয়ে বিরতিতে যায় চেলসি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পালমেইরাস। ৭৮তম মিনিটে এস্টেভাও’র দুর্দান্ত শটে সমতায় ফেরে ব্রাজিলিয়ান ক্লাবটি।

তবে জয় হাতছাড়া হওয়ার আগেই ম্যাচের ৮৩ মিনিটে ঘটে বিপর্যয়। আত্মঘাতী এক গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে পালমেইরাস। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে সেই স্কোরলাইনই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

এ জয়ে সেমিফাইনালে উঠল ইংলিশ ক্লাব চেলসি। তাদের প্রতিপক্ষ থিয়াগো সিলভার ফ্লুমিনেন্স, যারা এর আগে আল হিলালকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে