শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ইমন-মিরাজ-শামীমকে হারিয়ে বিপদে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  ০৫ জুলাই ২০২৫, ১৭:১৭
আপডেট  : ০৫ জুলাই ২০২৫, ১৭:৩৩
ইমন-মিরাজ-শামীমকে হারিয়ে বিপদে বাংলাদেশ
 মেহেদী হাসান মিরাজ 

কলম্বোয় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অনেকক্ষণ ধরেই বাউন্ডারি নেই বাংলাদেশের। তাতে চাপ বাড়ছিল ক্রিজে থাকা ব্যাটসম্যানদের। আর সেই চাপের মধ্যেই হাসারাঙ্গার গুগলিতে বোল্ড হয়ে গেছেন পারভেজ হোসেন ইমন। ৬৯ বলে ৬৭ রানে ফিরেছেন এই ওপেনার।

ইমনের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে ১০ বল খেলেই ফিরেছেন বাংলাদেশের ওয়াডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চামিরার বলে সাজঘরে ফেরার আগে ৯ রান করেন টাইগার অধিনায়ক। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গে আছেন নতুন ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী। পরে সাজঘরে ফিরেছেন শামীমও।

আসিথা ফার্নান্ডোর বলে সম্ভাবনাময় ইনিংসের সমাপ্তি হলো। ২৯তম ওভারে পুল শট খেলতে গিয়ে বাউন্ডারি পার করতে পারেননি শামীম হোসেন। ফাইন লেগে জানিথ লিয়ানাগের ক্যাচ হন বাংলাদেশি ব্যাটার। ২৩ বলে ২২ রান করেন তিনি। ১৫৯ রানে ৫ উইকেট হারালো বাংলাদেশ।

তাওহিদ হৃদয় ২৮ ও জাকের আলি অনিক ৬ রান নিয়ে ক্রিজে আছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৬৯ রান।

এরআগে উদ্বোধনী জুটি আবারও ব্যর্থ হয়েছে ভালো শুরু এনে দিতে। ওয়ানডাউনে পরিস্থিতি সামাল দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু, শান্ত বিদায় নিলে পরিস্থিতি ফের প্রতিকূল হয়ে যায়। পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ এখন চেষ্টা করছে ধাক্কা সামলানোর।

৬৭ রান করে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। শ্রীলংকার জন্য হুমকি হয়ে ওঠা ইমনকে বোল্ড করেন ওয়ানিন্দু হাসারাঙা। প্রথম ম্যাচের মতো আজ শনিবারও হাসেনি অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাট। ৯ রান করে দুশমন্ত চামিরার বলে পাথুম নিশাঙ্কাকে ক্যাচ দেন মিরাজ। ১২৬ রানে বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট।

তাওহিদ হৃদয় ২৮ ও জাকের আলি অনিক ৬ রান নিয়ে হাল ধরার চেষ্টায় আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে