শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

চীনে বাস উল্টে হ্রদে, শিক্ষার্থীসহ নিহত ২১

যাযাদি ডেস্ক
  ০৮ জুলাই ২০২০, ০০:০০
চীনে বাস উল্টে হ্রদে, শিক্ষার্থীসহ নিহত ২১

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝো প্রদেশে মঙ্গলবার শিক্ষার্থী বহনকারী একটি বাস হ্রদে উল্টে যাওয়ায় অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে কলেজে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের বহনকারী একটি বাস গুইঝো প্রদেশের হংশ্যান হ্রদে উল্টে যায়। বাসটি রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে হ্রদে উল্টে যায়। এতে ওই শিক্ষার্থীরা হতাহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'সিসিটিভি' বলছে, শিক্ষার্থী ছাড়াও বাসটি অন্যান্য যাত্রী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বাসটি সড়কের অন্তত পাঁচটি লেনে ট্রাফিক বেষ্টনী না মেনে অন্যপ্রান্তে যায়।

পরে সেটি সড়কের রেলিংয়ে আঘাত হেনে হ্রদে উল্টে যায়। এ সময় দুর্ঘটনা কবলিত বাসের অন্তত ১৫ আরোহীকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, এই দুর্ঘটনা ছাড়াও আনশুন শহরে ভারী বর্ষণ এবং তীব্র বন্যায় আরও অন্তত দুই জনের প্রাণহানি ঘটেছে। করোনাভাইরাস মহামারির কারণে এক মাস পিছিয়ে কলেজে ভর্তি পরীক্ষা শুরুর প্রথম দিন এই প্রাণহানি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে