শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

অনাস্থা ভোটের মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ

যাযাদি ডেস্ক
  ২০ মার্চ ২০২৩, ০০:০০

পার্লামেন্টকে পাশ কাটিয়ে পেনশনের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তবে তার এই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি দেশটির সাধারণ মানুষ। এছাড়া এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন দেশটির আইনপ্রণেতারাও। প্রেসিডেন্ট ম্যাখোঁর প্রতি ক্ষোভ প্রকাশ করতে তার সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। সংবাদসূত্র : রয়টার্স

সোমবার ম্যাখোঁ ও তার সরকারের ওপর এই অনাস্থা ভোট নিয়ে সিদ্ধান্ত হবে। তবে ভোট হলেও তার সরকারের পতন হওয়ার সম্ভাবনা নেই। যদিও অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার বিষয়টিই তার সরকারের জন্য বিব্রতকর।

মধ্যপন্থি দল লিখঁ প্রথম অনাস্থা ভোট আয়োজনের প্রস্তাব দেয়। এতে সমর্থন জানায় উগ্র ডানপন্থি নুপেস জোট। এর কয়েক ঘণ্টা পর অপর উগ্র ডানপন্থি দল ন্যাশনালর্ যালি পার্টি আরেকটি অনাস্থা ভোটের প্রস্তাব দেয়।

গত বছর নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় ম্যাক্রোঁর দল। তা সত্ত্বেও একাধিক দলের প্রস্তাবিত এই অনাস্থা ভোট হবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ এটি এগিয়ে নিতে ডানপন্থি, বামপন্থি ও মধ্যপন্থিসহ সব দলের এক জোট হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে