সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চন্দ্রযানের আগেই চাঁদে অবতরণ করবে লুনা

যাযাদি ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৩, ০০:০০

কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করছে ভারত ও রাশিয়ার দুই নভোযান চন্দ্রযান-৩ ও লুনা-২৫। আগামী ২১ আগস্ট রাশিয়ার লুনা-২৫ ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে জানিয়েছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। এ ছাড়া ভারতের ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ অবতরণ করবে ২৩ আগস্ট। সেই হিসাবে চন্দ্রযান-৩-এর দুদিন আগে চাঁদে অবতরণ করবে লুনা-২৫।

বৃহস্পতিবার মস্কোর মহাকাশ গবেষণা সংস্থার মুখপাত্র বলেন, চাঁদের কক্ষপথে প্রবেশের সময়টা বেশ কঠিন ছিল। লুনা-২৫ এরই মধ্যে সেটা পার করেছে। কয়েকদিনের মধ্যে চাঁদের আরও কাছে পৌঁছাবে ল্যান্ডারটি। এরপর নির্ধারিত জায়গায় 'সফট

ল্যান্ডিং' করবে।

চাঁদে আগে নামলেও তথ্যের নিরিখে লুনা-২৫ এর চেয়ে এগিয়ে থাকবে চন্দ্রযান-৩। কেননা ল্যান্ডার বিক্রমের মধ্যে আছে 'রোভার প্রজ্ঞান'। অবতরণের পর ল্যান্ডারটির পেট থেকে বেরিয়ে আসবে ছয় চাকার ওই রোবট যান। চাঁদের বুকে অনেকটা এলাকাজুড়ে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে রোভার প্রজ্ঞান। অন্যদিকে লুনা-২৫-এ কোনো রোভার না থাকায় এক জায়গায় দাঁড়িয়েই গবেষণা চালাতে হবে মস্কোর এই নভোযানকে।

সংবাদসূত্র : এবিপি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে