শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ট্রাম্পকে 'প্রতারক' বলে চিহ্নিত করল আদালত

্‌যাযাদি ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ট্রাম্পকে 'প্রতারক' বলে চিহ্নিত করল আদালত
ট্রাম্পকে 'প্রতারক' বলে চিহ্নিত করল আদালত

অস্বস্তি পিছু ছাড়ছে না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 'বারবার' তার সম্পদকে ফুলিয়ে ফাঁপিয়ে শত শত মিলিয়ন ডলার দেখিয়ে ব্যাংক এবং বীমাকারীদের কাছে ভুলভাবে উপস্থাপন করেছেন তিনি। সেই মামলাতেই নিউইয়র্কের একজন বিচারক ট্রাম্পকে 'প্রতারক' বলে উলেস্নখ করেছেন।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস সপুত্র ট্রাম্পকে অভিযুক্ত করেছিলেন। আদালতের রায় তার দাবিকেই মান্যতা দিল। মামলাটি বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগে ট্রাম্পের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। ট্রাম্পের একজন অ্যাটর্নি এক বিবৃতিতে বিচারকের আদালতের সিদ্ধান্তের কড়া ভাষায় সমালোচনা করেছেন।

অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস গত সেপ্টেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছিলেন। তাকে এবং তার দুই প্রাপ্তবয়স্ক ছেলেকে ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে মোট মূল্য এবং সম্পদের মূল্য সম্পর্কে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করেছিলেন। জেমস দাবি করেছেন যে, আসামিরা ব্যাংক লোন এবং বীমা চুক্তিতে আরও ভালো শর্ত পেতে এবং কম ট্যাক্স দেওয়ার জন্য মিথ্যা ব্যবসার রেকর্ড এবং আর্থিক বিবৃতি জারি করেছে। ২৫০ মিলিয়ন ডলার জরিমানাসহ এবং ট্রাম্পকে তার নিজ রাজ্যে ব্যবসা করার উপর নিষেধাজ্ঞা চাইবেন জেমস।

বিচার প্রক্রিয়া ২ অক্টোবর শুরু হবে এবং কমপক্ষে ডিসেম্বর পর্যন্ত চলবে। একটি প্রাক-বিচার পর্বে, জেমস ম্যানহাটনের নিউইয়র্ক রাজ্য আদালতের বিচারপতি আর্থার এনগোরনকে তার দাবির উপর রায় দিতে বলেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন, বিতর্কের বাইরে কিছু তথ্য খুঁজে বের করা হলে তা বিচারকে ত্বরান্বিত করবে। যদিও ট্রাম্পের আইনজীবীরা ইতিমধ্যে মামলাটি বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে