শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় ধনকুবেরসহ নিহত ৬

যাযাদি ডেস্ক
  ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
বিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় ধনকুবেরসহ নিহত ৬

জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাশাভা এলাকায় হীরার খনির কাছে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন ভারতীয় 'বিজনেস টাইকুন' (ধনকুবের) হারপাল রান্ধাওয়া ও তার ছেলে। এছাড়াও ওই বিমানে থাকা আরও চারজনের মৃতু্য হয়েছে। খবরে বলা হয়েছে, কারিগরি ত্রম্নটি হওয়ায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংবাদসূত্র : দ্য হিন্দু

খনি খনন কোম্পানি রিওজিমের মালিক ছিলেন হারপাল রান্ধাওয়া। জিম্বাবুয়েভিত্তিক কোম্পানিটি সোনা, হিরা, কয়লা, টোল রিফাইন নিকেল ও তামা উৎপাদন করে।

শুক্রবার যখন দুর্ঘটনাটি ঘটে, তখন রিওজিমের মালিকানাধীন সেসনা-২০৬ মডেলের বিমানটি হারারে থেকে মুরোওয়া হীরার খনির দিকে যাচ্ছিল। একক ইঞ্জিনযুক্ত বিমানটি মুরোওয়া হিরার খনির কাছে বিধ্বস্ত হয়। ওই খনির আংশিক মালিকানা রয়েছে রিওজিমের।

বিমানটি বিধ্বস্ত হয়ে জভামাহান্দে অঞ্চলের পিটার ফার্মে পড়ে। বিধ্বস্ত হওয়ার আগে এটির যান্ত্রিক ত্রম্নটি দেখা দিয়েছিল বলে মনে করা হচ্ছে।

উলেস্নখ্য, পুলিশ এখনো নিহতদের নাম প্রকাশ করেনি। তবে হারপাল রান্ধাওয়ার মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু ও সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতা হোপওয়েল চিনোনো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে