শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গাজায় তিন সপ্তাহে নিহত হয়েছেন ২৯ সাংবাদিক

যাযাদি ডেস্ক
  ২৯ অক্টোবর ২০২৩, ০০:০০

গাজায় ইসরাইলের হামলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত তিন সপ্তাহে অন্তত ২৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহত এই সাংবাদিকদের মধ্যে ২৪ জন ফিলিস্তিনের, চারজন ইসরাইলের এবং একজন লেবাননের নাগরিক। সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করা 'কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস' (সিপিজে) শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। সংবাদসূত্র : সিএনএন

এদিকে, শুক্রবার রাতে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর মুহুর্মুহু গোলা বর্ষণে গাজার ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সিপিজে।

বিবৃতিতে বলা হয়, 'ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় একদিকে সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, অন্যদিকে গাজায় সংবাদ সংগ্রহে ব্যস্ত প্রতিনিধিরাও তাদের সংবাদ নিউজ স্টেশনে পাঠাতে সীমাহীন ভোগানিতে পড়েছেন। ফলে গাজায় হালনাগাদ পরিস্থিতি সম্পর্কিত তথ্য বিশ্ববাসীর কাছে পৌঁছাতে পারছেন না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে